টপিকঃ সহজে শতকরা হিসাব
আর নয় শতকরা হিসাবের ঝামেলা ,এক নজরে শতকরা-
১,
১০০ প্রথমে দিলে বের হবে "%"
যেমন ১০০/২০০*৫০=২৫%
এখানে ২০০ এর মধ্যে ৫০ কত % বের করা হয়েছে।
২,
১০০ মাঝে দিলে বের হবে "সংখ্যা কত"
যেমন ২০০/১০০*২৫=৫০
এখানে ২০০ এর ২৫% কত বের করা হয়েছে।
৩,
১০০ শেষে দিলে বের হবে "মোট সংখ্যা"
যেমন ৫০/২৫*১০০=২০০
এখানে ৫০ যদি ২৫% হয় তাহলে এর ১০০% কত বের করা হয়েছে।
১. সূত্র: ১০০/মোট সংখ্যা* যে সং্খ্যার শতকরা প্রয়োজন= কত % বের হবে
২. সূত্র: মোট সংখ্যা / ১০০* কত % = মোট সং্খ্যার কত % বের হবে
৩,সংখ্যা / কত % *১০০= মোট সংখ্যা বের হবে।
ফাইনাল সূত্র: ( / + * + = )