টপিকঃ হাত, পা সব গেল

হাত, পা সব গেল
গিনি
প্রায়ই খবর বাসের চাপায় হাত, পা, আর মানুষ মরার খবর। কিন্তু যারা এখনও মাথা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং যারা মাথাওয়ালা বলে শীর্ষে আছেন তারা কেন মাথা খাটান না!
এখন শুনা যায় বাস চালকরা ড্রাগ নিয়া বাস চালাতে বসেন সেই জন্য দুর্ঘটনা হয়, তবে কেন নিয়ম করেন না ড্রাগ যে করে সে বাস চালাতে পারবেনা আর প্রতিটি বাস ছারার আগে ডাক্তারের সনদ ছারপত্র নিয়ে বাস ছাড়বে। নইলে বাসের মালিক সকল ক্ষতি পূরণ দিবে। দেখবেন ভাঙ্গা বাস চালিয়ে আরহাজার হাজার মানুষ মেরে কেউ আর বাস কোম্পানির মালিক হবেন না। আর গুন্ডা বাহিনী তৈরী করবেন না। কাচা টাকার এই রম রমা ব্যবসা চিলে কোঠায় উঠবে। তখন কেউ বাস রাস্তায় নামানোর আগে নতুন বা সম্পূর্ণ ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে ব্যবসা করবে।
রাস্তা কে রাস্তার মত ব্যবহার করা উচিৎ দ্রুতগামি বাস আর ধিলা গরু যদি একই রাস্তায় চলে তবে দুর্ঘটনা সহজ।
এর জন্য গন মাধ্যমে ব্যপক প্রচার প্রয়োজন। লিফ লেত ছড়ানো, আর গ্রামে গ্রামে পোষ্টর জরুরী। এন জিও দের মাধ্যমে তা করা যেতে পারে। আর শহরের রাস্তা কেমন হয় আর সেখানে চলার নিয়ম কি এ গুলা বিদ্যালয়ে বলা যেতে পারে। এ বিষয়ে বই হওয়া উচিৎ। স্বল্প দীর্ঘ চলচিত্র হতে পারে। আর বাসের ছাদে যাত্রা এটা কি কারো চোখে পরে? বাসের মালিককে জরিমানা করেন দেখবেন বাসের সংখ্যা অবশ্যই বারছে।