Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
তথ্যগুলোর জন্য ধন্যবাদ।
ব্যাকটেরিয়া মাত্রই ক্ষতিকারক নয়। কাজেই পানযোগ্য পানির সমস্ত ব্যাকটেরিয়া মারতেই হবে এমন কোনো কথা নাই। প্রচলিত পদ্ধতিতে কমন ব্যাকটেরিয়া সহজেই নিধন হবে তবে আনকমন টাইপের ব্যাকটেরিয়া নিয়ে চিন্তা থাকতেই পারে। তবে সবগুলোরই যেহেতু নিজস্ব বিচরন এলাকা আছে (যেমন: গভীর সমূদ্রে লবণাক্ত ও গরম পানি), সরবরাহকৃত পানিতে এগুলো থাকবে না সেই আশা করা যেতে পারে।
Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
পানিতে থাকা রোগবাহি জিবানুগুলো ৫০ ডিগ্রি সুর্যতাপের প্রভাবে দুর হয়,,,,,
আনার প্রশ্ন : *১. তাহলে কি UV ফিল্টারিং সিস্টেমের লাইটের তাপের কারনে জিবানু ধংস্ব হয় নাকি UV ফিল্টারের সুধু লাইটের অতিবেগুনি রশ্মি দ্বারা ব্যাকটেরিয়ার বিপাক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে এবং কোষ কাঠাম ধংস্ব করে পানিকে বিশুদ্ধ করা হয়।