টপিকঃ কেয়ামত ধারনা
কেয়ামত ধারনা
গিনি
একটা সাধারন ধরানা কেয়ামতের সময় “ সূর্য নিকটে রবে, সেই তেজে মগজ সবার গলিয়া পরিবে”।
কেন এমন টা হবে না, সূর্য দূরে যাবে বা আলো নিভিয়ে দিবে, সেই ঠাণ্ডাও ত সবাই জমে যাবে। কারন ঐ রকম বললে জিনিসটার একটা ভয় সৃষ্টি হয় না। সবাই ভয় পায় আগুন , তাপের ভয়, চামড়া পোড়ার ভয়। আর সূর্য চলে যাবে বললে গ্রহন যোগ্য হয় না, তাই। আসল কথা হল যে কোনো অনিয়ম ব্রমান্দে হলেই পৃথিবী ধবংসের কারন হবে।