টপিকঃ কেয়ামত ধারনা

কেয়ামত ধারনা
গিনি
একটা সাধারন ধরানা কেয়ামতের সময় “ সূর্য নিকটে রবে, সেই তেজে মগজ সবার গলিয়া পরিবে”।
কেন এমন টা হবে না, সূর্য দূরে যাবে বা আলো নিভিয়ে দিবে, সেই ঠাণ্ডাও ত সবাই জমে যাবে। কারন ঐ রকম বললে জিনিসটার একটা ভয় সৃষ্টি হয় না। সবাই ভয় পায় আগুন , তাপের ভয়, চামড়া পোড়ার ভয়। আর সূর্য চলে যাবে বললে গ্রহন যোগ্য হয় না, তাই। আসল কথা হল যে কোনো অনিয়ম ব্রমান্দে হলেই পৃথিবী ধবংসের কারন হবে।

Re: কেয়ামত ধারনা

ভাই কেয়ামতের সময় সূর্য নিকটে থাকার কথা কোথাও বলা হয়নি। এটা ময়দানে হাশরের একটা অবস্থা। কেয়ামতের সময় সমস্ত গ্রহ-নক্ষত্র ধ্বংস হয়ে যাবে। এমনকি সাত আসমান ও জমিন ধ্বংস যাবে। এরকম শুনেছি আলেমদের কাছে।

Re: কেয়ামত ধারনা

একটা অতি পুরাতন গান, "শোনো মোমিন মুসলমানও, করি আমি নিবেদনও, এ দুনিয়া ফানা হবে জেনে জানো না। তামার জমিন হবে, সূর্য নিকটে রবে, সে তেজে মগজ গলি পরিবে সবার।"

Re: কেয়ামত ধারনা

যাই হোক না কেন.. কঠিন অবস্থা হবে brokenheart

ডিজিটাল বাংলাদেশে ত আর সাক্ষরের নিয়ম চালু নাই।সবটায় দেখি বায়োমেট্রিক।তাই আর সাক্ষর দিতে পারলাম না।দুঃখিত।