টপিকঃ মোবাইল ফোনের টাকা কাটার সকল সার্ভিস
#মোবাইল_ফোন কোম্পানি গুলো কত ভাবে আমাদের টাকা গুলো নিয়ে যাচ্ছে, আমরা নিজেরা তা জানিনা, বা চেক করেও দেখিনা, প্রতি দিন ৪,৫,৬,৭,৮ *** একেকটা VAS এর জন্যে একেকটা এমাউন্ট কাটা হয়, এগুলো এমন ভাবে সিস্টেম করে রাখা হয়েছে যে, প্রতিটি গ্ৰাহক প্রতিদিন গড়ে ২/৩টি VASএর নামে টাকা প্রদান করে যাচ্ছেন, এই সব VAS জনগণের বা গ্ৰাহকদের কোন উপকারে আসেনা, এটা মোবাইল কোম্পানিগুলোর প্রতারনা ব্যাবসা
এটাতো সম্ভব নয় প্রতিদিন কাষ্টমার কেয়ারে টাকা খরচ করে কথা বলা আর এটাও সম্ভব নয় প্রতিটি কলের পরে ব্যালেন্স চেক করা বা প্রতিদিন প্রতিক্ষন ব্যালেন্স চেক করা
আপনার সিম থেকে কি
কোন ম্যাসেজ ছাড়া টাকা
কাটে নেয়....? কিংবা,
অপ্রয়োজনীয় ম্যাসেজ
দিয়ে সিম থেকে টাকা
কেটে নেয়...?
.
এখন আপনি আপনার
মোবাইল থেকে খুব সহজে
এই সার্ভিসগুলা বন্ধ করতে
পারবেন।
টাকা কাটার সকল সার্ভিস -
বন্ধ করার কোডঃ
-গ্রামীনফোনঃ *121*6*4#
-রবিঃ *123*6*13#
-বাংলালিংকঃ *121*5*1*2*1#