টপিকঃ এন্ড্রোয়েড থেকে উইন্ডোজ পরিবর্তন করতে চাচ্ছি
একটা কাজের জন্য লিনোভো ট্যব কিনেছিলাম চায়নার মার্কেট থেকে, কিন্তু দেশে এনে দেখি এটাতে প্লে স্টোর চলে না। যাই হোক না চলেলেও সমস্যা নাই। কিন্তু যে কাজের জন্য নিয়েছিলাম সেই কাজ এন্ড্রোয়েড দিয়ে হবে না। আমার দরকার উইন্ডোজ। তাই চাইচ্ছিলাম এই ডিভাইস টাকে সরসরি উইন্ডোজ পরিবর্তন করতে।
মডেল নং Lenovo YOGA-Tab380f বিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।