টপিকঃ ল্যাপটপের স্কিন উল্টে গেছে

আমি উইনডোজ ৭ ব্যাবহার করি। হঠাৎ কিবোডে চাপ লেগে ল্যাপটপের স্কিন উল্টে গেছে। এখন সব কাজ উল্টে হচ্ছে। কিভাবে ঠিক করতে পারব। কারো জানা থাকলে জানান। লেখাও উল্টা দেখাচ্ছে।

Re: ল্যাপটপের স্কিন উল্টে গেছে

Ctrl+Alt+Up Arrow কী চাপুন

সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (৩০-০৪-২০১৬ ০০:৪৪)

Re: ল্যাপটপের স্কিন উল্টে গেছে

Re: ল্যাপটপের স্কিন উল্টে গেছে

Re: ল্যাপটপের স্কিন উল্টে গেছে

আমি নিজেই একদিন এমটা করে ফেলেছিল পরে আবার ঠিক করতে সক্ষম হয়েছিলাম ।