সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (০৯-০৩-২০১৬ ১৪:৩৬)

টপিকঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ শুরু হয়েছে ০৮.০৩.২০১৬ থেকে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে আজ বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।ওয়ানডে ফরমেটে দুর্দান্ত খেলা বাংলাদেশ এখন দুর্দান্ত টি-টোয়েন্টিতেও।এশিয়া কাপের ভালো ফর্ম নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে মোকাবেলা করবে টিম বাংলাদেশ।নেদারল্যান্ডসের বিপক্ষে এই পর্যন্ত দু’টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ আর একটিতে নেদারল্যান্ডস। এরপর আর দুই দলের কোন মুখোমুখি লড়াই হয়নি। বাংলাদেশ বাছাইপর্বে নেদারল্যান্ড,আয়ারল্যান্ড  এবং ওমানের মোকাবেলা করবে

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

আশা করি বাংলাদেশ ভালো ভাবে উত্তীর্ণ হবে smile

Bangladesh 153/7 (20 ov)
Netherlands 68/2 (9.2/20 ov)

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

নবাগত ওমান যেভাবে খেলেছে তা রীতিমত অবাক করার মত, বাংলাদেশের সাকিব আর মুশফিক অফ ফর্মে তারপরও তাদেরকে কেন যে নামানো হয়?

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

তামিমকে অভিনন্দন, তার সেঞ্চুরীর জন্য, তিনিই বাংলাদেশী প্রথম টি-২০ সেঞ্চুরীয়ান
তিনিই প্রথম বাংলাদেশী হিসাবে টি-২০তে ১০৯২ রান অতিক্রম করেছেন

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

এইবার দেখা যাক সুপার ১০ এ সাকিব আর মুশফিক কেমন হলে। অনেকদিন তো ফর্ম ছাড়া খেলছে, এইবার দেখি ফর্ম ফিরে আসে কিনা।

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

জনগন সাব্বির, তামিম, মাহমুদুল্লাহ আর সৌম্যর দিকে চেয়ে আছে

সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১৬-০৩-২০১৬ ২১:৫৩)

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

সাকিবের ৫০ ই বাংলাদেশের আজকের অর্জন

১০

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

১১

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

১২

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

মিঠুন কে দলে রাখার প্রয়োজনীতাটা বুঝবার পারলাম না, সে একজন ব্যাটস ম্যান কিন্ত তাকে নামানো হয়, ৭ নম্বরে, তার উপর তাকে দিয়ে ফিল্ডিংও করানো হয় না, কেন?

১৩

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

আজ ভারত-বাংলাদেশের খেলা
আজকেও তামিমকে নামানো হবে না

অন্যদিকে -

বিসিবির আইনজীবীদের মাধ্যমে নিজের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিলেন তাসকিন আহমেদ। গতকাল বিকেলে বেঙ্গালুরুর রিটজ-কার্লটন হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আবেদনের (রিভিউ) শুনানিও হয়। তবে শুনানি শেষে তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখারই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি নিযুক্ত বিচারিক কমিশন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তটি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন রুপকথা (০১-০৪-২০১৬ ১০:৪৪)

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

১৫

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

অবশেষে ভারতের বিদায় - দেশের মানুষ বেজায় আনন্দ করেছে গত কাল

১৬

Re: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!

কালকের খেলা নিয়ে কেউ পোস্ট দেই না কেন ?