টপিকঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সংক্রান্ত আলোচনা!
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ শুরু হয়েছে ০৮.০৩.২০১৬ থেকে
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে আজ বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।ওয়ানডে ফরমেটে দুর্দান্ত খেলা বাংলাদেশ এখন দুর্দান্ত টি-টোয়েন্টিতেও।এশিয়া কাপের ভালো ফর্ম নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে মোকাবেলা করবে টিম বাংলাদেশ।নেদারল্যান্ডসের বিপক্ষে এই পর্যন্ত দু’টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ আর একটিতে নেদারল্যান্ডস। এরপর আর দুই দলের কোন মুখোমুখি লড়াই হয়নি। বাংলাদেশ বাছাইপর্বে নেদারল্যান্ড,আয়ারল্যান্ড এবং ওমানের মোকাবেলা করবে