২১

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

২২

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

উন্মাতাল_তারুণ্য'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

২৩

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

আসলে এসব রবীন্দ্র-নজরুল বলে কথা না। কিংবা জীবনানন্দ-জসীমউদ্দিন বলে কথা না।
কবিরা তাদের নিজ ভাষায়, নিজ রূপরেখায় নিজেদের কবিতা, গল্প, সাহিত্য রচনা করেন। তাদের সেসব ধারা না থাকলে হয়ত তাদের সাহিত্য আমাদের এতটা পছন্দও হতো না (শুনতেও তো ভালো লাগত না)। কিন্তু সাধারণ সময়ে আমরা যদি তাদের মতো করে লিখি অবশ্যই তা শুনতে বেসুরো লাগবে। শেক্সপীয়ারের ভাষায় আজকের দিনের একটি ছাত্র যদি লেখে তাহলে কি শিক্ষক তাকে বেশি মার্কস দেবে?

আশা করি বোঝাতে পেরেছি। কোনো প্রফেশন্যাল কবি ফোরামে থাকলে আরো ভালো করে হয়ত বুঝিয়ে দিতে পারত।

আর কোডার ভাইয়ের কথাটার সাথে একমত হতে পারলাম না। কৃষ্ণের প্রেমলীলা বোঝার মতো ক্ষমতা আমাদের মতো সাধারণ লোকজনের নেই রে ভাই। কিন্তু কি জানেন, দুষ্ট প্রকৃতির ছেলেপেলেরা কৃষ্ণের নাম ভাঙিয়ে অপকর্ম করে।

২৪

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

আমি ২ টা বিকল্প দেই , দ্বিতীয়টা আমার পসন্দ হইসে love love

১.
বানিয়ে ঘরের চাবি
নিয়ে যাবি
কে আমারে ..... cool

২.
ভেঙে মোর ঘরের তালা
ফুলের মালা
দে আমারে... tongue_smile

২৫

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

২৬

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

২৭

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

উড়ে যাব ডানা মেলে

২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন ?????? (১৯-১১-২০০৮ ১২:৫১)

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

২৯

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৩০

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

৩১

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

৩২

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

৩৩

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

রবির সাথে ফুটবল খেলার সময় তালা এবং চাবি নিয়ে কথা হয়েছিল। অনেক দিন আগের কথাতো ছিক মনে করতে পারতেছিনা। রবিদার বউ বলছিল সেটা মনে আছে, তবে এখন বলবোনা।

৩৪

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

৩৫

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

মনে হয় সবাই মিলে চেষ্টা করলে আমরাও রবীন্দ্র সংগীত লিখতে পারব।

৩৬

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

এইখানে ঘরের চাবি ভাঙ্গার একটা রুপক অর্থ আছে। শরীরটা হচ্ছে তোর ঘর, আর তুই তার ভেতর। সেই ঘর থেকে তোকে বের করার জন্যে ষড়রিপু, দশ ইন্দ্রীয়- সবকিছু থেকে তোর নিজেকে মুক্ত করতে হলে ঘরের এই বন্ধনগুলি ছিন্ন করতে হবে, তন্ত্র সাধনা করতে হবে। সেই ঘরের চাবি ভাঙতে সাধনসঙ্গীর প্রয়োজন হয়। চাবি ভাঙ্গার মানে হচ্ছে আত্মার মুক্তির পথ খুজে বের করা, পাসওয়ার্ড হ্যাক করার মত ব্যাপার। এই চাবিটা ভাবের চাবি, এইটারে স্তরে স্তরে খুলতে হয়, ধাঁধার মত। ধাঁধাঁ যেমন ভাঙ্গতে হয়, এই চাবিও তেমন চাবি- একে ভেঙ্গে ভেঙ্গে আত্মার মুক্তি ঘটাতে হয় চিরকালের জন্যে। রবীন্দ্রনাথের গান বেশীরভাগই ঈশ্বরপ্রেমের গান, আর রবীন্দ্রনাথের ঈশ্বর লালনের ঈশ্বরের মত- নিজের ভেতরই বাস করেন।
রবীন্দ্রনাথ দেখতেছেন- জীবন শেষ হয়ে আসছে, সাধনার সময়ও ফুরিয়ে আসছে, সূর্য উঠছে- তবুও একজন সাধনসঙ্গী তিনি পাচ্ছেন না।

৩৭ সর্বশেষ সম্পাদনা করেছেন গিনি (০৬-০৩-২০১৮ ২০:৫৩)

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

রবি ঠাকুর একজন দার্শনিক। তার চিন্তা কে বুঝতে হবে। তিনি এখনকার কবিদের মত সোজা সাপটা তালা আর চাবি বলতে সাধারন তালা চবি বলেন নাই। তাই সকলের যে না বুঝে মতামাত ছন্দ মিলের বিষয় টা এই ধারনা দেয় যে এনারা শুধু শুনেন বুঝেন না। এখানে তত কালিন সমাজের বিভিন্ন বিধি নিশেধের কথা উল্লেখ করেছেন। অতএব ঐ সকল থেকে মূক্ত করার জন্য তিনি দিক দেখানোর চেষ্টা করেছেন। অনেক সামাজিক ব্যবস্থা ছিল যা ক্ষতি কর, সে গুলো ভেঙ্গে বা দূর করে বেরিয়া আসার জন্য। যারা চোখ বন্ধ করে আছেন তারা যেন এক আটকানো অবস্থায় আছেন। আর আটকানো টা অবশ্যই একটা তালা মারা আছে। আর সেই তালা মারা জন্য একটি চাবি আছে। চাবি আছে বলেই তালা মার। সেই চাবিতাই যদি না থাকে তবে তালা থাকলেই বা না থাকেলেই কোনো আসে যায় না। তাই চাবিতাই আগে ভাংতে হবে।

৩৮

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

আমিও গানটা শুনেছি মনে হয় ।