টপিকঃ মানবের সমাজ

মানবের সমাজ
গিনি
পশু পাখির সমাজ নাই, তাই দলাদলি এবং ভাগাভাগি নাই।
মানবকুল শান্তির লক্ষ্যে সমাজ গড়িল। দলাদলি, ভাগাভাগি শুরু হইল। শান্তি পালাইল।
মনে মনে এক প্রকার মান দণ্ড আনিল। কেউ রাজা, কেউ প্রজা হইল। হইল উচ্চ ও নীচ। বেগানার উচ্চা বিলাস দূর হইল। মানুষ দল বাধিল। শৃংখলায় আসিল। পরিবার হইল, গোসটি হইল। অপরাধ কি কমিল?
যেহেতু দল হইল দলা দলি শুরু হইল! পরিবারের কারনে প্রতিযোগিতা আসিল, ছোট বড় সৃষ্টি হইল! ধনের, শিক্ষার, সাম্মথের মাপ কাঠি হইল। একজন অপরজনকে হারাইয়া আগে যাওয়ার স্বপ্নে মারামারি, খুন, অন্য অপরাধ আসিল। কঠিন আইনের কারনে মুক্তমনারা বিপ্লবী হইল। প্রশাসনে সজন প্রীতি দেখা দিল। ব্যর্থ হইল বার বার। রাজ্যে রাজ্যে যুদ্ধ হইল। অনেক অশিক্ষিতের মাঝখানে বৃথাই সবার মতা মতে রাষ্ট্র তন্ত্র গড়ার প্রয়াস হইল। একমত আর গঠন হইল না। সমাজ নামের অন্তরালে সংস্কৃতি নামক আচার, অনুষ্ঠান, বিশ্বাস, নৃত্য, গীত, বাদ্য বাজিল। দেওয়ালে দেওয়ালে লেখা স্থান নিল। কখন তা সুধুজনের মন কারিল, কখন জনতার রোষ বৃদ্ধি করিল। মহা কাব্য রচনা হইল। সেখানে বিরাট একটি অংশ মানুষে মানুষে হেয় করার, যুদ্ধ করার, বিশ্বাস হানীর কাহিনী চিত্রায়িত হইল। দার্শনিক দল বহু চিন্তায় গঠিত স্মাজের নানা দিকের ব্যর্থ তাকে সঠিক পথ দেখানোর চেষ্টায় অতল জ্ঞান সমুদ্রে ডুব দিয়া হাতড়াইল।
প্রশ্ন আসে, তাহা হইলে সমাজ কি সুব্যবস্থা আনিতে সক্ষম?