টপিকঃ লাইসেন্সিং
উন্নত দেশ গুলিতে যে কন কাজ করতে গেলে প্রথমেই লাইসেন্সিং করতে হয়।
যেমন মাছ ধরা, গাছ কাঁটা, চুল কাঁটা, কারও দেখা শুনা করা, আরও অনেক যা অনুন্নত দেশে লেগে গেলেই হল। এর কু ফল গুলি হাতে নাতে ধরা পরে যেমন গত দিনের সোনার গাঁ তে দশ জনের মৃত্যু। এছারা অনেক কিছু ঘটে যা প্ত্র প্ত্রিকায় আসে না।
এ ধরনের শিক্ষা ব্যবস্থা গুলি আছে বলেই সব কিছু অতি সাবধানের সাথে হয়। সকলেই নিরস্পত্তার মধ্যে জীবন যাপন করতে পারে। সব কাজ গুলি সময় মত আর কোন রকম তারা ছারাই সম্পন্ন হয়।
উন্নত দেশ গুলি ঘাস কাঁটা কেও গুরত্ত দেয়। আর সকল ব্যবস্থাকে সাহায্য করার জন্য বীমার প্রচলন খুব শক্ত ভাবে চলে।
আসা করা যায় অনউন্নত দেশ গুলি এ সকল গ্রহণ করবে আর জনগণের জীবন যাত্রা কে সুরক্ষায় রাখতে সক্ষম হবে।