টপিকঃ বাউল গান
বাউল গান
গিনি
এই যে আমার
প্রিয়ার নাকের নথ,
ভোলায় আমারা গঞ্জেরই পথ।
এক পা চলি
দু পা ফিরি,
এমন টানাটানি
কারে বলিরে।
আমি কি করি রে কি করি!
তার রুমাল বাঁধা পান,
ভোলায় মন,
লয় করের লয় এ জান।
তওরা মিছে হাসিস,
বুঝিস না আমার মনের আসিস।
এই যে আমার প্রিয়ার নাকের নথ,
ভোলায় আমার গঞ্জেরই পথ।