টপিকঃ যাত্রা
যাত্রা
গিনি
চৈতন্য তাহার নিজ ধর্ম বিশ্বাস প্রচারের বহু চেষ্টা করিলেন। পরে তিনি তাহার শিস্য দের নিক্ত প্রায়ই জানতে চাইতেন তিনি পূর্বে কি ব্যাখা দিয়াছেন বা কাহার প্রতি ভক্তি প্রকাশের নির্দেশ দিয়াছেন। শিস্যদের উত্তর হতাসা জনক হইত কারন তাহারা মনে করিতে পারিত না।
তিনি গবেষণায় বসিলেন এবং চিন্তা করিয়া বাহির করিলেন, যে যদি একই কথা সুর করিয়া, ছন্দে, গান বাজনার সাথে উপস্থাপন করা যায় তাহা সকল হ্রদয়ে দীর্ঘ কাল গাঁথা থাকে।
এই সূত্রে তিনি রুকমনি সাজিলেন এবং গান বাজনা করিয়া তাহার ধর্মের গৌরবের বিষয় গুলি বলিতে লাগিলেন।
পরবর্তীতে ইহাই দখিন পূরব ভারতে "যাত্রা" বলিয়া ব্যপক বৃদ্ধি পাইলো।