টপিকঃ বাধাহীন সীমানা
বাধাহীন সীমানা
গিনি
রথিন সীমানায় অতন্দ্র প্রহরী। গত দিন দুই ধরিয়া চোরাকারবারি আর বিদেশী সৈন্যদের সাথে থেকে থেকে গুলি বিনিময় চলিতেছে।
ঠিক মত খাওয়া বা নাওয়া নাই। বন্দুক শক্ত হাঁতে ধরিয়া ঝোপের আড়ালে চুপচাপ বসিয়া আছে। সন্ধ্যার পর পরই বেশী সচেতন থাকতে হয়। মনে হয় জোনাকির আলো কিন্তু ও গুলা চরাকারবারি আর ওপর দেশের সৈনিকের চলা চল ঈশারা। এর সাথে মশার জ্বালা প্রচণ্ড।
এখন শরীর একটু ক্লান্ত বোধ হয়। দল নেতা খুব নিকটে তাবু থেকে সব লক্ষ্য করছেন।
রথিন নিদ্রাচ্ছন্ন। খুব স্বাদ জাগে নরম কোনো শীতল স্পর্শ অনুভব করতে।বন্দুকের বাধনটা কম জোর হয়। দেখে তার নব স্ত্রী, মিষ্টি হাসিয়া মাথায়, শরীরে স্পর্শ করিতেছে। প্রেমের সেই অতল সাগর জলে সাতার কাটি তেছে। যেন স্বর্গ এখন মর্তে আসিয়া তাহাকে আচ্ছন্ন করিয়াছে।
হটাত একটা ঠক গুলির শব্দ।
রথিনের দেহ নিথর নিস্তেজ হইয়া থুবড়াইয়া পরে।