টপিকঃ নিউজিল্যান্ড ভ্রমণ
সিঙ্গাপুর হয়ে, অস্ট্রেলিয়া পাড়ি দিয়ে অকল্যান্ডে পৌছালাম তখন দিনের আলো। চারি দিক ঝল মল করছে। সব বিদেশের দেশ গুলির মত এখানেও রাস্তা ঘাটে কোথাও ময়লার স্তুপ দেখা গেল না। ছোট বোন ডাক্তার তাঁর বাসায় উঠা। বোন জামাই সেও ডাক্তার নিয়ে গেল মৃত আগ্নেয় গিরির মুখ দেখাতে। এ এক দ্বীপ। চার পাশ ঘিরেই সাগর। সাগরের পারের বিচ গুলা অতি সুন্দর আর এরা খুব যত্ন করে তা পরিষ্কার রাখে। এখানে দেখা মিলল আদি বাসিদের সাথে। এখন এদেরকে আস্তে আস্তে প্রধান জন বলের সাথে যুক্ত করার বেশ উদ্যোগ নিচ্ছে সরকার। এরা দেহে বিরাট আর শক্তি শালী, রং মিশ্র। বেশ কিছু ভারতীয় বহু পূর্ব থেকেই এখানে আছে। তাদের একটা খুব বড় গ্রোসারি দোকান আছে সেখানে ভারতীয় সব কিছু পাওয়া যায় এমন কি পান পর্যন্ত। খুব ছোটো শহর। যারা শুধু সাগর পারে ঘোরা ঘুরি করতে চান তদের জন্য আদর্শ স্থান। অন্য গোলার্ধে যখন শীত তখন এখানে গ্রীস্ম।