Re: প্রজন্মের জন্য নতুন পদবীর নাম আহবান
জানুয়ারীতে শুরু হওয়া সার্চ দ্যা নিউ পদবী মনে হয় না এ বছর আলোর মুখ দেখবে (এটি একটি খোচা কমেন্ট)।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » প্রজন্মের জন্য নতুন পদবীর নাম আহবান
জানুয়ারীতে শুরু হওয়া সার্চ দ্যা নিউ পদবী মনে হয় না এ বছর আলোর মুখ দেখবে (এটি একটি খোচা কমেন্ট)।
র্যাঙ্ক কবে নাগাদ হালনাগাদ হবে?
আর এটা যদি নাম সমস্যায় থাকে তবে এটুকু বলি যে, গুরু এর উপর কিছু হতে পারেনা!
মানে দেওয়া যায় না অন্তত আমি ভেবে পাই না। যেমন গুরুর নিচে শিষ্য দিতে পারি এখানে তো আর প্রেসিডেটাল দেওয়া যায় না।
তাই এটা কে আপগ্রেড করে মাঝে ইনপুট করলে ভালো হয়
ভুল হলে ক্ষমা চাই!
মডারেশন বোর্ডে এতো উচ্চ পর্যায়ের একাডেমিক শিক্ষায় শিক্ষিত লোক আছে । তারা নাম খুজে পাচ্ছে না এটা মানা যায় না। বোর্ডের সদস্যরা মাত্র ৩০ মিনিট সময় দিলেই অনেক সুন্দর নাম তারা দিতে পারবেন।
মডারেশন বোর্ডে সকল সদস্যর কাছে অকুল আবেদন আপনারা একটু সময় দেন। যাতে এর দ্রুত এর সমাধান হয়।
আমার নজরে
২৫০০
৪০০০
৫০০০
৭০০০
১০,০০০ তম পোস্ট হলে নতুন পদবী দেওয়া যেতে পারে
গুরু এর উপর কিছু হতে পারেনা
বাঘের উপরেও টাগ থাকে... গুরুর উপরেও কিছুনা কিছু থাকবে
যারা নাম দেননি তারা নাম দিয়ে দিন।
খুব শিঘ্রই এর জন্য ভোটিং হবে।
হায়, আমার আর এতো সিজ্ঞির ভাল কোন র্যাঙ্ক পাওয়া হবে না ... দেখি কোন নাম প্রস্তাব আসে নাকি
১। নাম গুলো এই ফর্মে জমা দিন।
২। যারা আগে নাম জমা দিয়েছেন তাদের নতুন করে নাম জমা দিতে হবে না।
৩। এই ফরমে ১৫ তারিখ রাত ১১ টা ৫৯ মি পর্যন্ত প্রস্তাবিত পদবী গ্রহন করা হবে।
নাম গুলো এই ফর্মে দিন।
যারা আগে নাম জমা দিয়েছেন তাদের নতুন করে নাম জমা দিতে হবে না।
ফর্মে দেখি একাধিক বার নাম জমা যাচ্ছে
সেই সুযোগ গ্রহণ করে তাৎক্ষনিক ভাবে আমি ৩টা নাম দিলাম
আমার মতে এখনই সর্বোচ্চ পোষ্ট ইলিয়াস ভাইয়ের ৭৭৫৪ হয়ে গেসে, তাই স্ল্যাবগুলোঃ
১৫০০-তে প্রজন্ম গুরুর পরে
৩০০০-.....................
৬০০০-.....................
৯০০০-.....................
১৫০০০- এভাবে করলে কেমন হয়, ভেবে দেখার অনুরোধ করসি
যারা নাম জমা দেননি, তারা দ্রুত দিয়ে ফেলুন।
নতুন পদবী কি আদৌ পাব
প্রশাসক, সমন্বয়ক সবাই খুব ব্যাস্ত, তাদের হাতে সময় নাই নাম নির্বচন করার কিংবা তারা তাদের মনের মত নাম এখনো পান নি... আমার মতে যতগুলো নাম এসেছে সেগুলোই প্রকাশ করে ভোটের ব্যবস্থা করে দিন, সদস্যরাই নির্বাচন করুক... আর বাছাবাছি না করলেই ভাল...
বর্তমান rank গুলো কিভাবে জানতে পারবো?
vai admin or modarator keu amar loge joga jog koren plz ami bujhina blog kemne chalai post kora jaina ken ?
বলগ দিয়া ইন্টারনেট চালায়
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » প্রজন্মের জন্য নতুন পদবীর নাম আহবান
০.০৭১৬৪৩১১৪০৮৯৯৬৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৮৯৬৩৭৫৯৯৫৪৪৭ টি কোয়েরী চলেছে