টপিকঃ রাগ খাম্বাজ ঠুমরী

রাগ খাম্বাজ ঠুমরী
গিনি

দীঘি পারে আসে,
আসে মৃদু পায়,
আঁচলে ভরে লয়,
ভরে লয় ঝরা ফুল।
ছোয়া পায় পাপড়ি,
সরমে কি মরে তারি।
আসে মৃদু পায়,
সে আসে মৃদু পায়।
পারে আসে,
আসে দীঘি পার।
আসে মৃদু পায়।