সর্বশেষ সম্পাদনা করেছেন গিনি (২১-০২-২০১৮ ১০:১৩)

টপিকঃ জাপান ভ্রমণ

টোকিও বিমান বন্দর থেকে বাস খানি যখন দ্রুত বেগে ছুটছে তখন মনে খুব ভয় ছিল এই বুঝি ভুমি কম্প হবে, কারন ছোটো বেলা থেকে জেনে এসেছি এ ভুমি কম্পের দেশ, যখন তখন হয়। তাই জাপানিরা ঘর বানায় কাগজের, কিন্তু শিহরে উঠলাম দেখলাম বাসটা এক এক বার প্রায় দশ তলা বিল্ডিং এর উপর রাস্তা দিয়ে ছুটছে। আরও শত শত সুরম্য বাড়ি। একি তবে ভুমি কম্প কোথায় গেল? এদের সাহস আর জ্ঞান দিয়ে তা জয় করেছে। বড় বড় বিল্ডিং এর নিচে মহা স্প্রিং বসানো ভুমি কম্প কে জয় করার জন্য। সব কিছুই খুব গোছানো লাগলো। আর মানুষ গুলা তো মাথা নিচু করা ছাড়া কথা বলে না। অনেক জাপানি শব্দ একেবারে বাংলা যেমন, "নাই", জাপানিতেও "নাই"!