টপিকঃ কেন্দ্রটা কোথায়?

কেন্দ্রটা কোথায়?
গিনি

সৌর মণ্ডলের কেন্দ্র হইল সূর্য।
তাই বহু সৌর মণ্ডল বা ছায়াপথের একটি কেন্দ্র নিশ্চয় বর্তমান। কিন্তু তাহা কোথায়?

যদি কেউ মনে করে এই পশ্চিম দিকে সূর্যের উত্থান অনন্ত কাল চলবে তবে তার মত মূরক্ষ্য কেউ নাই। সকল ধর্ম গ্রন্থেও ধ্বংসের বা পরিবর্তনের কথা বলা আছে।

এই মানব গোষ্ঠী বিলুপ পাইয়া হয়তো অন্য এক উন্নত মস্তিকের কিছু এমনি নীল বলয় রুপি স্থানে বিচরণ করবে।

আমরা না পেলেও ওরা হয়ত সেই কেন্দ্রটা পাবে।