টপিকঃ শেল শক
শেল শক
গিনি
প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পড় যে সকল সৈন্য ঘরে ফিরে তাদের মধ্যে বেশির ভাগই না না রকম মানসিক ও শারীরিক অস্থতায় পরে। ইহার মধ্যে একটি ছিল যা মানসিক ও শারীরিক দুইটির এক সঙ্গে যুক্ত যাকে বলা হত "শেল শক"।
প্রতি যুদ্ধের পড় এমন অবস্থা হবেই বলে জানা তার পরও দেশে এবং জাতিতে যুদ্ধ একটি নিত্য ব্যপার।
অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের পোর্ট লদারদেল এ যে হত্যা হয় তাহাও এক প্রকার শেল শক। যুক্তরাষ্ট্রের এক বিরাট সৈন্য বাহিনী বিভিন্ন আঞ্চলে যুদ্ধ রত, তাই ধারনা করা যেতে পারে যে এক বিরাট আংশ এই রুপ মানসিক ও শারীরিক অবস্থায় আছে।
এখন ধারনা করা যায় যে পৃথিবীর ইতিহাস পূর্ণ শধুই যুদ্ধ, তা হলে এই মানসিক ব্যধির ব্যাপ্তি কত!