টপিকঃ ইলিশ কাহিনী
ইলিশ কাহিনী
গিনি
এখন জলের বহু নীচে জাল ফেললে বা ডুব দিলেও ইলিশ আর উঠে না। অরতদার ক্রেতারা ভোর থেকে অপেক্ষায় থাকে কার কাছে এটা আছে। কানে কানে খবর হয় ভবেসের নাওয়ে আছে কিছু একটা আছে। পারের কাছা কাছি আস্তেই সে চেচামেচি শুনে ," ভবেস এদিকে আয়। দু গুন দাম দিব।"
ভবেস বুঝে আজ আর এ ঘাটে ভিরা যাবেনা। নৌকা ঘুরায়। তত ক্ষনে আরতদারদের ছিপ নৌকা দ্রুত গতিতে ঘাট ছারে। দেখা যায় ওরা একে অপরকে দূর থেকেই লগি দিয়ে পিটা পিটি করছে। ভবেস আতংকে
পরে। ওরা কাছে আসতেই ঝাপ দেয় মোহনার উত্তাল তরঙ্গে। আর তার খোঁজ মিলে না।