টপিকঃ শ্রমিকের ধুন
শ্রমিকের ধুন
গিনি
শক্ত কাজ কে সহজ করার জন্য দল বদ্ধ শ্রমিক কিছু ধুন বলে। ভারি জিনিস সরানোর কাজে এমন একটি ধুন,
" ভুক শ্রমিকের কি সের নাম,
মার টান, মার টান হেইও জোরের কাম।"
প্রথমে এক জন সুর তোলে পরে দলের সবাই এক যোগে চিৎকার করে আর রসিতে দেয় টান।
এ ভাবেই বড় ভারি বস্তু নড়া চড়ার কাজ কিছু এগিয়ে চলে।
হয়তো পিরামিড তৈরির ধুন ও এমন ছিল!