টপিকঃ অর্থ আর অনর্থ ভাষা

অর্থ আর অনর্থ ভাষা
গিনি
বিশ্ব চরা চরে অর্থ আর অনর্থ দুই প্রকার আশ্চর্য ভাষা দ্বারা বিচিত্রময়।
পশুপাখি ও অনান্য প্রানীকুলের অনর্থ ভাষা । সীমিত ধ্বনি বিদ্দ্যমান। তারপরও জীবনের বৈষয়িক বিষয় গুলি সঠিক ভাবে পরিচালনা করে।
তারা শিশু সুল্ভ আচরণ করে। প্রেম করে। ঘর বাঁধে। ঘর নির্মাণ করে। সঠিক খাদ্য ভক্ষন করে। শিশু জন্ম দেয়। শিশুদের লালন করে। দিনান্ত কর্ম করে।

যদিও মানুষ অর্থ পূর্ণ ভাষা বলে আবার না না ধ্বনিও করে কিন্তু মাঝে মাঝে কিছু অনর্থ বলে।