টপিকঃ নক্ষত্রের প্রেমে

নক্ষত্রের প্রেমে
গিনি
উন্মুক্ত প্রান্তর। তরু হীন। উপরে খোলা আকাশ। গ্রীষ্মের এই রাতে ঝিক মিক তারা ছায়াপথের ছবি। লাল, সবুজ, নীল, হলুদ, কতক বেগুনি সে এক বিচিত্র রুপ। মনে হয় কোনো রাজ কুমারীর মালা খানি মনি মানিক্যে ঝলকানো। এমন রাত সবাই পায় না। আর যে পায় সে তার সব হাঁড়ায়, ভাবনার শেষ প্রান্তে দাঁড়ায়। কোটি ক্রোশ দূরের নক্ষত্র যেন হাত ছানি দেয়। আলোকবর্ষ দূর থেকে ঈশারায় টিপ টিপ আলোয় দেখায় এক মহা সমুদ্রের জামট অন্ধকার। যেন ডাকে আয় আয় ওরে মোর প্রেমি রয়েছিস দাঁড়ায়ে ঐ নীল বলয়ে। সে ভাবনায় কেউ হয়, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক, ধর্ম যাজোগ। মেঠো পথের , নদী কুলের বাউল বাঁধে গান সেকাহ্নে বাতাসে গল্প বলে নক্ষত্র তা শুনে। তাঁর চোখের পলক নেড়ে জানায় সে সম্মতি। বাউল আরও ক্ষেপা হয়। সারিন্দা খানা আরও করুন হয় ধবনি আরও মায়া ছড়ায়। বাবলা গাছে বসা হুতুম এদিক অদিক চেয়ে জানায় হুত হতুম সেও আছে ওই জগতের আনন্দ মেলায়। শিয়াল খানি এক বার ডেকে বলে কাছে আয়, কাছে আয়। ব্যাঙ্গের প্যাঁক প্যাঁক শব্দে জাগা হায়না হাসি দেয়।

রাতের সেই আঁধারে চুপি চুপি সব হয়, সব ঘটায়। দিনের আলোতে শুধু এক খানা চাদর পরায়।