টপিকঃ একাকী
একাকী
গিনি
মধ্য রাতের একলা তারা,
কোন আবেগে জ্বলে,
জ্বলে তার রূপের আড়া,
ডাকে নানান ছলে।
এক নয়নে থাকে চেয়ে,
হ্রদয় কাঁপে তার দেখা পেয়ে,
এখন দুজন আমি সেয়ে,
এই পলেতে তবু একাই যেয়ে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » একাকী
একাকী
গিনি
মধ্য রাতের একলা তারা,
কোন আবেগে জ্বলে,
জ্বলে তার রূপের আড়া,
ডাকে নানান ছলে।
এক নয়নে থাকে চেয়ে,
হ্রদয় কাঁপে তার দেখা পেয়ে,
এখন দুজন আমি সেয়ে,
এই পলেতে তবু একাই যেয়ে।
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » একাকী
০.০২৭২১৯০৫৭০৮৩১৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৭.৯৬৩৬২২০৫৫৭৯৬ টি কোয়েরী চলেছে