টপিকঃ ছি ছিম ফাঁক
ছি ছিম ফাঁক
গিনি
সংঘাতময় এ জীবন প্রবাহে সকল জনের মনের গভীরে একটি পরম ইচ্ছা বিরাজ করে, যাকে বলা যায়, " ছি ছিম ফাঁক"।
অর্থাৎ এক পর্যায়ে এমন একটা দুয়ার খুলে যায় যে সৌভাগ্য গলায় মালা পরায়। ধন, দৌলত, মান সম্মান এবং অপূর্ণ চাহিদা গুলির প্রাপ্তি অতি সহজ হয়।
এই পৃথিবীর প্রতিটি সুস্থ মানুষ ঐ আশ্চর্য মন্ত্র টি আরব্য উপন্যাসের রহস্যের মতই বহন করে যাচ্ছে।
মুশকিল ঘটে যখন কারো কারো ক্ষেত্রে এ সত্য বলে উদয় হয়। তখনি এই ছি ছিম ফাঁকের জন্য চাহিদা কারি মরিয়া হয়ে উঠে আর অঘটন ঘটায়।