টপিকঃ পরশ পাথর

পরশ পাথর
গিনি
ইহা এমন একটি বস্তু যার আকার সাধারণত পাথর স্বরূপ এবং এর সংস্পর্শে কেউ আসলে বিরাট পরিবর্তন ঘটে। এই ধরনের অনেক ধাতব মাটির নিচে পাওয়া যায়। ইহা গঠনের কারন ভৌগ্লিক।
পুরা কালে সাধু , রৃশি গন বড় বড় পাথরের যে মালা পরিধান করিতেন, যা আমাদের চোখে উদ্ভট লাগে, সে গুলির না না উপকারি গুন ছিল। ঐ পাথর শরীরের সাথে ঘর্ষণ ফলে বৈদ্যুতিক চার্জ তৈরী করিত তা  দীর্ঘ মেয়াদী প্রক্রিয়ায় শ্রিরকে ভালো  রাখিত।
এই জ্ঞ্যান রাজারা ব্যবহার করা শুরু করেন এবং তা অলংকারে পরিবর্তন করেন। অতএব যত দিন রাজারা ছিলেন তত দিন এ গুলির চাহিদা বেশী ছিল।  এখনও কিছু কিছু জন এর ভরসা করে, কিন্তু এ গুলির পিছে যে বৈজ্ঞানিক মাপ যোগ তা না জেনেই করেন। তাই এর ফল কি হয় তা জানা যায় না।