টপিকঃ আহব্বান

আহব্বান
গিনি

১৯৭১ ইং এর ২৩, ২৪, ২৫ শের রাত্রি যারা  ঢাকায় ছিলেন তারা জানেন সেই লোম সজাগ করা জনতার একাত্য প্রকাশের যে চিৎকার আর আহব্বান তাঁর বর্ণনা এক কঠিন বিষয়। কখনো মতিঝিল, কখনো নাখাল পাড়া, কখনো গোপীবাগের মোর, কখনো কমলাপুর, কখনো শান্তিনগর পুলিশ লাইন সেই ধবনি, "জাগো, জাগো, বাঙ্গালী জাগো"। কি তাঁর তেজ, কি তাঁর শক্তি, যারা শোনেন নি বা দেখেন নি তাদের কাছে কথায় বলা দুষ্কর। স্বল্প লেখা টি তাঁর প্রায়াস।
দূয়ারের ওপারে সড়কে আজ আর্তনাদ, আহব্বান ভেসে আসে। শরীর হয় তপ্ত, চঞ্চল হয় মন। দরজা খুলে যোগ দেয় মিছিলে দলে দলে। ধ্বনি উঠে মুহুর মুহু। বাঁচার তাগিদে এই দল, এই আহব্বান। এখানে ভেদা ভেদ নাই ধর্মে, বর্ণে, চেহারায়, ভাষায়, জাতিতে।
সবাই চায় সঠিক ভাবে বাচতে।শিশুর জন্য চায় সরল জীবন।
এদের নাই অস্ত্র, নাই যুদ্ধের প্রস্তুতি।তবুও এরা মরিয়া। জীবন যায় যাক, এরা চায় একটু শান্তিময় কাল। সকলের জানা বিপক্ষ এক মহা সামরিক বাহিনী তখনকার আধুনিক অস্ত্রে প্রস্তুত। তবু ভয় হীন।
দৃরতায় মিছিল বড় হয়। যত হাটে তত বড় হয়। এ শক্তিতে শুধু সিংহাসন নয় পুরা বিশ্ব উলটানো যাবে। এ মিছিলে কে নেই যার ভাষা বাংলা, শ্রমিক, কবি, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র, রাজনীতিবিদ , বৃদ্ধ, যুবক, নারী, বৌদ্ধ, খৃষ্টান, হিন্দু, মুসলমান জনতার একত্র শক্তি গারবে এক নতুন পতাকা।