টপিকঃ ডিম আগে না মুরগী আগে

ডিম আগে না মুরগী আগে
গিনি
এ বিষয়টি অনেকটা না জানার মত শুনালেও বিজ্ঞানীরা এর উত্তর অনেক পূর্বেই ধারনায় আনেন। গবেষণায় দেখা গেছে যে কোনো কোষ বা ব্যাকটেরিয়া অনেক জন্ম বৃদ্ধির পড় হটাত একটা নতুন কিছুতে পরিবর্তন হয়, এর কারন জানা নেই তবে তা সবাভাবিক বা প্রকৃতিগত।
তেমনই কোনো এক জন্ম প্রক্রিয়ায় হটাত এক পরিবর্তনের পর মুরগী বা তার ডিম আসে।
আর একটি উদাহরণ মানুষের নিজের ক্ষেত্রেই প্রায়ই দেখা যায় তাকে বলে "আল্বেনিস্ম" ALBENISM। অর্থাৎ পীগ্মেণ্ট স্বল্প তায় কৃষ্ণ বর্ণের মাণূষ সাদা গায়ের রং পায়।