টপিকঃ অজানায় হাতছানি
অজানায় হাতছানি
গিনি
মানুষ অজানার পিছে সকল দুর্গম পথে পারি দিয়াছে। হাজার জীবনের বিনিময়ে হইলেও সে এক দিন পৌছাইয়াছে তাঁর ঠিকানায়।
আজিকার মহাকাশ যাত্রা অনেকটা পুরানো দিনের সাগরে নৌকা ভাসানর মত। জানা নেই কোথায়, কখন এ যাত্রা শেষ হইবে আর এর কোনো বস্তুগত পরিণতি হইবে কিনা?
কিন্তু আশার বিষয় হইল, সাহসি নাবিক উত্তাল ঢেউ তার সাথের ঝড় ঝঞ্ঝা পার করিয়াছে। অনেক জীবনের বিনিময়ে সাগর সে পাড়ি দিয়াছে। ও সবুজ প্রান্তরে নূতন বসত বসাইয়াছে।
এক দিন এই মহাকাশ যাত্রাও সহজ হইবে। হয়ত ৭ দিনে বা ১ দিনে আসা যাওয়া হবে চাঁদ, মঙ্গল বা আরও দূর গ্রহে। খোলাশা হবে মহা থেকে মহা জ্ঞান ভান্দার।