টপিকঃ বাংলার হস্ত শিল্প
বাংলার হস্ত শিল্প
গিনি
বাংলার দাকার বা কামার যে ঢালাই ব্যবহার করে যে শিল্প গড়তেন তা আদি কাল থেকেই হয়ে আসে। এরি সাথে কুমারেরা যে মৃত শিল্প যোগ দেন তা বহু দেশেই স্থান পায়। এ ছাড়া রয়েছে হাঁতে তৈরী তৈজস প্ত্র, বিভিন্ন এমব্রয়ডারি, বস্ত্রের অংকন সবই বিশ্বে একটা নাম ছঙ্একন।আর আছে শামুক, ঝিনুকের, কাচা ফুল, ফলের অলংকার। উল্লেখ করা যায় যে, উপ জাতীয় রম্নীদের কানে গোজা টগর বা জবা এক প্রকার শিল্প বটে। মধ্যে সব চেয়ে জন প্রিয় মসলিন, জামদানি। আরও একটি শৈল্পিক রপকার ছিল বিভিন্ন নৌকার ডিজাইন।
বর্তমান যুগের একটি উন্মুক্ত ছবি আঁকার বিষয় কে না দেখা করলে বাংলার গুন কে অস্বীকার করা হবে তা হল বিভিন্ন রিক্সা, বাস, ট্রাকের গায়ে অংকন।