টপিকঃ পার্ক
পার্ক হইল উন্মুক্ত শ্বাস নেওয়ার স্থান। এই লক্ষ্যে উন্নত দেশ গুলির বসতি গুলির মধ্যে সবচেয়ে প্রাধান্য পায় নাগরিক সুবিধার পার্ক। মধ্য শহরের চাপা চাপির মধ্যেও দেখা যাইবে অল্প একটু স্থান হইলেও পার্ক আছে।
এর রক্ষনা বেক্ষন সঠিক ভাবে চলে কারন করের একটা অংশ এর জন্য বরাদ্দ। এর পেছনে একটা বড় সুবিধা হইল কোনো দখল দার বাহিনি নাই, কোনো শক্তি ধর মানুষ নাই যে যা ইচ্ছা তাই করতে পারবে।
এখানে কোনো ভেন্দার নাই। খাওয়ার বা অনয জরুরী কাজের স্থান আলাদা এবং পরিষ্কার।
শিশু, বৃদ্ধ সকলেই ভয় হীন ভাবে হাটা চলা সাধারন ব্যপার।
কোনো নারী ব্যবসায়ী, বা মাতাল কারো জন্য বিরক্তির কারন সুযোগ নাই।
মানুষের সব চেয়ে বড় সহায় পুলিশ, তাই কোনো ভিক্ষুক চিন্তার বাহিরে।