টপিকঃ নারী সমাচার
নারী সমাচার
গিনি
এক যুগে নারী ছিল দেবী। কারন জন্ম বা সৃষ্টি কে মূল ধরা হত। সেখানে নারী শক্তিমান রুপে বর্ণিত ছিল। কিন্তু সে সনাতন যুগ এখন মিথ। কিছু কিছু পূজা হইলেও তা বস্তু জীবনে সত্য কিনা সন্দেহ।
পরবর্তীতে নব্য যুগে সকল ধর্মের আবির্ভাব হইল পুরুষের মাধ্যমে। পুরুষ তার শক্ত অবস্থান নিল সমাজে। নারীদের মতামত নিগ্রিত হইল। এমন কি ১৭০০ খৃস্টাব্দেও দেখা যায় সতী দাহ এবং খোদ ইউরোপে ডাইনী রুপে জীবিত দগ্ধ করার কাহিনী।
নারী তাঁর মেধা দেখালেও অনেক সময় সামনের সারিতে আসতে পারেনা। উত্তর আমেরিকাতেও এর জোর প্রভাব আছে। নারীরা এখনও সমান কাজ করে কম বেতন পায়, উচ্চ পদে বা রাষ্ট্রপতি হওয়ার জন্য সঠিক ম্রযাদা পায় না।
নারী দিবস হইল নারী কে হেয় করা । কারন যেহেতু পুরুষ দিবস নাই তবে নারী দিবস কেন।