টপিকঃ পিরামিড তন্ত্র
পিরামিড তন্ত্র
গিনি
এক যুগে পৃথিবী জুরে পিরামিড কবর নির্মাণ প্রচলিত ছিল।
কিন্তু এর পিছনের গুরত্য পূর্ণ বিষয় টি জানা যায় না। বিষয়টি হইল বিপুল সময় ও অর্থ ব্যয় করে এমন অনুতপাদনশীল একটা খাত কেন এতো মাথা উচু করে দাঁড়াল?
মৃত কর্তার এমন কি শক্তি ছিল যে মৃত্যুর পরও বহু বৎসর বল বত ছিল।
হয়তো তখন যেহেতু জন হিত কর কর্ম কাণ্ডের কোনো চিন্তা ছিল না কিন্তু বিরাট অলস জন গোসটি কে ব্যস্ত রাখার জন্য ঐ সকল প্রকল্প লওয়া হইত।
এই অহেতুক ব্যয় জীবিত কর্তাদের সিংহ সনে থাকার ব্যবস্থা ছিল মাত্র।