টপিকঃ ঝি ঝি পোকার ডাক
ঝি ঝি পোকার ডাক
গিনি
দীননাথ দর্শন বিদ্যা এবং বৈজ্ঞানিক গবেষণা হইতে জানিয়াছে যে মনুশ্য জীবনে ঘুমের প্রয়োজন হীন।
আজ সে গবেষণায় বসে। অনেক অঙ্ক কষে। দর্শন পুস্তক পড়ে। রাত প্রায় মধ্য রাত। তাহার স ন্যাস বাসের ছোট্ট টিনের চালার বাহিরে হটাত কানে আসে ঝি ঝি পোকার উন্মাদনা। ঘুম হারা ঝি ঝি পোকা তাহার চিন্তা অন্য দিকে লয়। মনে মনে উত্তেজিত হয়। কেন ঝি ঝি পোকা আঁধার হলেই চিৎকার করে? দিনে কেন করে না? কি ভাবে সে বুঝে এখন তাকে জাগতে হবে? এমনি শব্দ করে সন্ধ্যার আগমনী চারিদিকে ছড়াতে হবে!
একি তবে কোনো অজানা, অদেখা , অলৌকিক বাদকের ইথার, একই অঙ্ক কষে বার করা যাবে?