টপিকঃ ভোজনের বিদেশী সংযোগ
ভোজনের বিদেশী সংযোগ
গিনি
বঙ্গের ভোজনে ছিল মাছ, ভাত, মুরগী, ডিম, সাক, দৈ, সন্দেশ ,রস গোল্লা, ক্ষীর।
পর্তুগীজ দিল আলু, নানান পেস্ট্রি, সমুসা।
স্প্যানিশ দিল সস, রুটির খাবার।
আফগানিরা দেয় বিরিয়ানী, কাবাব।
পার্সি দিল চায়ের দোকান।
বৃতিশ দিল রুটি, মাখন, জেলি।
কিন্তু এতো পরিচিত ডাল কে আনলো তা আজও জানা যায় না।