টপিকঃ উন্নত দেশের ময়লা ব্যবস্থাপনা
উন্নত দেশের ময়লা ব্যবস্থাপনা
গিনি
বিদেশে ভ্রমণের আকর্ষণ আরও বারে যখন প্রথম বার গিয়ে দেখেন রাস্তা, বাসা বাড়ি, পার্ক সব ময়লা বিহীন। সহজ ভাবে নাকে রুমাল ছারাই ঘোরা ঘু্রি করা যায়।
এর দু টি কারন প্রথম সকল নাগরিক সচেতন, আর সঠিক ব্যবস্থাপনা।
সকলেই সচেতন যে ময়লা তা যেমনি হউক এদিক সেদিক ফেলা যাবে, ফেললে না না অসুখ দেখা দিবে, সহজে হাটা চলা করা যাবে না। আর প্রতি প্রতিষ্ঠান যে যেখান কার ময়লা নিয়ন্ত্রনের জন্য আছে সে সব ধরেন ময়লা ফেলার ও যথাযথ সংগ্রহ করার নিয়মিত করে থাকে। পার্কে বা বাস স্ট্যান্ডে স্থানে স্থানে ময়লা ফেলার ব্যবস্থা আছে আর সচেতন নাগ্রিক তাঁর বাহিরে কিছুই ফেলে না।
বাসা বাড়ি থেকেই জীব ময়লা আর প্লাস্টিক ময়লা আলাদা করে সংগ্রহের আয়োজন আছে।
তাই শহর গুলি দেখে উন্নয়নশীল বা তৃতীয় বিশের জন গনের আবাক লাগে, কিন্তউ শুধু একটু জানা থাকলেই নিজেদের অবস্থাও তেমন করা যায়।