টপিকঃ শাহ্ জালাল
এক জন অতি জ্ঞানী জন শরীরে সাদা একখানা চাদর জড়ানো। পীছনে সকলের একই জামা এই দলের কে প্রধান বুঝা যায় না। কিন্তু দলটি অনেক লম্বা ধীর পায়ে চিন্তা বিহীন এরা সকল ঝঞ্ঝা পারি দিয়ে সিলেটে উপস্থিত। বহু জ্ঞানী ও ধৈর্য শীল দল নেতার নাম শাহ্ জালাল। গায়ের রং গোরা, অতি লম্বা, হাল্কা পাতলা, তাঁর হাঁতে ধরা আছে তারি এক মাত্র সম্বল একটি ছাগল। কারন তিনি ছাগলের খাটি দুধ পান করেন। এখন তাঁর ভরা যৌবন। ভোগ লালসা ত্যাগ করে শিক্ষার আলো ছড়ানোর জন্য এই আগমন। তুরস্কে জন্ম হলেও ইতিপূরবে মধ্য আরবের সকল গুনি জ্ঞানীদের সাথে আবস্থানের পর বেরিয়ে পরেন শুধু নিজের সংকল্পে।
থাকেন তাবুতে কত ঝর তাবু ছিরে নিয়ে গেছে কিন্তু তাঁর দৃঢ় তাঁর পরিবর্তন হয় নাই। ক্রমেই সেই মতবাদ, জ্ঞান ছরাতে থাকে অনারা স্থায়ী হন।
আজ সেখানে অতি বড় এক শিক্ষা প্রতিষ্ঠান তাঁর সম্মান বয়ে নিয়ে চলেছে।