টপিকঃ জয়নুল আবেদিন
জয়নুল আবেদিন
গিনি
কিশোরগঞ্জের ব্রম পুত্র নদীর তীরে সকাল, দুপুর, রাত্রি যাপ্ন করা প্রান। ছোটো বেলা থেকেই রঙ্গের আকর্ষণে গতানুগতিক শিক্ষায় তেমন উতসাহ ছিল না। ১৯৩৮ সালে প্রতিযোগিতায় স্বর্ণ মেডেল পেলেন সেই ব্রম পুত্র নদীর ছবি এঁকে। কলকাতা আর্ট কলেজ থেকে প্রথম মুসলমান পটুয়া প্রথম স্থান পেলেন। ১৯৪৩ এর দুর্ভিক্ষের ছবি এঁকে সকলের দৃষ্টি কারলেন। ১৯৪৮ সালে বাংলাদেশ আর্ট স্কুল খুললেন মেডিক্যালের দুই ঘরে। আজ তা ঢাকার ফাইন আর্ট কলেজ। পূরব বাংলার জন গোসটি সংস্কৃতির নুতুন এক ধারা কাছে পায়।
তাঁর শেষ গড়া সোনার গাঁ লোক শিল্প কেন্দ্র।