টপিকঃ শচিন দেব বর্মণ
শচিন দেব বর্মণ
গিনি
ত্রিপুরার রাজ পুত্র। ছোট বেলা থেকেই সুরের পূজারী। খেলার ছলে রাখালের বাঁশীর পীছে দৌড়েছেন। নতুন সুর গড়েছেন গাছের নীচে, নদীর পারে বা খোলার বাংলার ফসলের ধারে। কুমিল্লা ভিক্ত্রিয়া কলেজে পড়াশুনা। গানের টানে আর প্রেমের বন্ধনে ত্যাগ করেন রাজার ধন। বাঙ্গালার গান, সুর, লয় কে এক নতুন মাত্রায় নিয়ে আসেন। রবিন্দ্রনাথের সামনে বাংলায় ঠুমরী গেয়ে পান সোনার মেডেল। সব কিছুর মাঝে বাংলাকেই আগে আনেন, গান, টাক ডুম টাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল।