টপিকঃ আহব্বান
আহব্বান
গিনি
দূয়ারের ওপারে সড়কে আজ আর্তনাদ, আহব্বান ভেসে আসে। শরীর হয় তপ্ত, চঞ্চল হয় মন। দরজা খুলে যোগ দেয় মিছিলে দলে দলে। ধ্বনি উঠে মুহুর মুহু। বাঁচার তাগিদে এই দল, এই আহব্বান। এখানে ভেদা ভেদ নাই ধর্মে, বর্ণে, চেহারায়, ভাষায়, জাতিতে।
সবাই চায় সঠিক ভাবে বাচতে।শিশুর জন্য চায় সরল জীবন।
এদের নাই অস্ত্র, নাই যুদ্ধের প্রস্তুতি।তবুও এরা মরিয়া। জীবন যায় যাক, এরা চায় একটু শান্তিময় কাল।
দৃরতায় মিছিল বড় হয়। যত হাটে তত বড় হয়। এ শক্তিতে শুধু সিংহাসন নয় পুরা বিশ্ব উলটানো যাবে। জনতার একত্র শক্তি গারবে এক রং হীন পতাকা।