টপিকঃ গভীর নীলয়
গভীর নীলয়
গিনি
ভেবে দেখো সেই কালে কত উৎসাহী যুবক ধরে ছিল মাস্তুল, পণ ছিল সাগর পারির ইচ্ছা। যেখানে লুকানো আছে সম্পদের খনি, বা রাজ কন্যার টানা চোখ। সেই স্বপনের পর দেশ, বিদেশ।
কত জন হয়ে ছিল দিশে হারা। আকূলে কেঁদে ছিল অন্তহীন সাগরে। ধরে রেখে ছিল নৌকার পাটাতন শক্ত হাতে বাঁচার আমরণ চেষ্টা। চোখের নোনা জল ফেলে ছিল মহা প্রভুর দয়ার জন্য। অনেকের আর হয়ত হয় নি ফেরা। হয়নি উত্তাল তরঙ্গ পারি দেওয়া। তাদের সে ব্যথার নোনা জল ঐ বিশাল সাগর কে ও করেছে নোনা।
ওদের চোখের জল ছিল স্বচ্ছ কিন্তু সাগর নিজ অবহেলার চিনহ রুপ হয়ে উঠে নীল।
কি এক গভীর নীলয়।