টপিকঃ পরবাসীর ভাবনা

পরবাসীর ভাবনা
গিনি

বিগত ২০ বছরের পরবাসী জীবনে প্ত্র প্ত্রিকায় অনেক লেখা পড়েছি। ঐ সব লেখায় তা কবিতা, গল্প, প্রবন্দ হউক শুধুই আপন জন ফেলে আসার দুঃখ প্রকাশ। লেখকেরা বিদেশের সকল সুযোগ সুবিধা উপভোগ করেন। বড় বাড়িতে থাকেন। ব্যাঙ্কে টাকার পাহার গড়েন। বড় গাড়ি চালান। কিন্তু নিজের দেশের সেই প্রিয় জনরা কিভাবে এই সকল ব্যবস্থা পেতে পারে টার কোনো পথ দেখান না। লেখেন শুধু ভ্রমণ কাহিনী আর দেশের নদীর পারে কি ফেলে এসেছেন।

উন্নত দেশ গুলির প্রধান বিষয় হল উন্নত মানব সম্পদ গড়া। যে কাজই হউক শ্রমিক, কেরানী, বা উচ্চ কর্মকর্তা সকলকেই নতুন বিদ্যার জ্ঞানে জ্ঞানী হতে হবে। এমন নয় যে , সালাম সাহেব মামার জোরে টাইপিস্টের কাজ পেলেন আর ভুল ভাল কাজ করে সারা জীবন পার ক্রলেন আর যখন কম্পিউটার এলো তখন তিনি চুপ করে শুধু বেতন নিয়ে চাকরিশেষে করলেন।

দুর্ঘটনা কমানোর জন্য ট্রাফিক নিয়ম নিয়ে লেখা জরুরী।
বিল্ডিং কোদের উপর লেখা জরুরী।

অনেকে  এবং সরকারি কর্মকর্তা রা বেদেশে যান, অন্যদের ভালোটা ভোগ করার জন্য, ফিরে এসে আবার অনিয়মের শেকলে নিজেদের কে আটকান।