টপিকঃ দৌড়

দৌড়
গিনি

আধুনিকতায় আনলো চঞ্চলতা। সব কিছু দ্রুত চাই। রোগ মুক্তি তাই হোমিওপ্যাথি ছেড়ে আধুনিক ঔষধ, গ্রু গাড়ি ছেড়ে যন্ত্রের গাড়ি, খবর এখনি চাই, চাই দ্রুত যোগাযোগ। এখনি সব শেষ করতে চাই। বিশ্ব এখনি এক দিনে পরিক্রমণ করতে চাই। কিন্তু এ সকলের একটা টাকায় মূলযায়ন আছে। যার টাকা আছে সেই শুধু তা পারে আর যাদের টাকা নাই সে পিছনে। নিম্ন গতির জালে বাঁধা। সমাজ বিভক্ত। প্রথমে টানাটানি তারপর হানাহানি শুরু।
ভালো কথা গুলি ধীর, দুষ্ট বাক্য গুলি গোপনে অতি দ্রুত। অতএব যে দুষ্ট বাক্য গোপনে নিলো সেই কাতারে প্রথম।
এর থেকে বেড়িয়ে আসার উপায় সমাজবিজ্ঞানীদের, দার্শনিকদের সামনে আনা। রাষ্ট্র পরিচালনায় তাদের মত নেওয়া।