টপিকঃ সমাজ ও সুরক্ষা
সমাজ ও সুরক্ষা
গিনি
দীনেশ বহু বৎসর পর গ্রামে আসে। এখন ত এ গুলো গ্রাম নয় আবার শহরও নয়। এরা একটা মাঝা মাঝি যায়গায় দাড়িয়ে আছে। তাই সব রীতি নীতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। যখন কোন একটা বৈষম্য হচ্ছে তখন দোষ ইন্টারনেটের। কিন্তু সত্য যে ইন্থাটারনেটকে থামানো যাবে না। তাই চিন্তা টা হওয়া উচিত এর রস টা কি করে নেওয়া যায়। ইন্টারনেট কোনো নেশার বিষয় নয়। যদি শিক্ষার বিষয় গুলিকে টাকা সঠিক ভাবে প্রচার করলে অবক্ষয় অনেক কমবে। এখন তা সহজেই গ্রামের শিশুটির নিকট পৌছানো যায়। এই সুযোগটা গ্রহণ করা উচিত।