টপিকঃ দার্শনিক চর্চা
দার্শনিক চর্চা
গিনি
দুইজন ব্যক্তি বন্ধু, কিন্তু একজন অপরজনের চেয়ে বড় দার্শনিক মনে করে|প্রায়ই তাদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়|তাদের কথাবার্তা এতো অন্য রকম যে সাধারণ কেউ বেশীখন ভিরে না|
বর্তমানে একজনের প্রশ্ন,`আত্মা কখন দেহে আসে!` আর অন্যজনের প্রশ্ন,`গাছ, লতা, গুল্ফ এগুলা কেন গোল হয়, চ্যাপ্টা বা চৌকোনা হয় না!`
একজন পারলে মানুষ মেরে বুঝতে চায়, আর অন্যজন মাটির নীচে ঢুকে দেখতে চায়| দুজন ভীষণ উত্তেজিত|বিশ্বের বিভিন্ন বিদ্যালয়ে ই-মেইল চলছে এবং বিভিন্ন জার্নাল আর গবেষনা পত্র পড়া শেষ|কোনো উত্তর না পেয়ে দুজন ঠিক করলো প্রথম বন্ধুর প্রশ্নের উত্তর দ্বিতীয় বন্ধু খুজবে আর দ্বিতীয় জনেরটা প্রথমজন|
অবস্থা দাড়ালো কি!