টপিকঃ যানজট

যানজট
গিনি

তোরোন্তো শহরের আকার ৬৩০ বর্গ কিমি, জনসংখ্যা ২৮ লাখ। রাস্তার দীর্ঘ ১৫০০০ কিমি। ধরা যাক ৮০ ভাগ জনতার গাড়ি আছে, তবে হয় ২২ লাখ গাড়ি।
অনুপাত ২২/৬৩০=৩৫৫৫ আর ২২/১৫০০০=১৫০।

ঢাকা শহরের আকার ৩০৬ বর্গ কিমি, জনসংখ্যা ৮০ লাখ। রাস্তা ১৩০০ কিমি। ধরা যাক ০.৫ ভাগের গাড়ি আছে তবে হয় ৪ লাখ।

অনুপাত ৪/৩০৬=১৩০০ আর ৪/১৩০০=৩০০।

এতো রাস্তার পরও তোরোন্তো শহরে যানজট হয় তাহ্লে ঢাকার আবস্থা কি ভাবা যায়।

এখনো কিছু বিকল্প আছে কিন্ত সকলে শুধু জাগতে হবে জাগতে হবে বলেই ক্ষান্ত।

Re: যানজট

Re: যানজট

ধন্যবাদ। লেখা টা আগের। যদি জন সংখ্যা বেশী হয় তবে ত অবস্থা আরও কঠিন।

Re: যানজট