টপিকঃ দুই বন্ধু!
দুই বন্ধু!
অনেক দিন পর দুই বন্ধুর দেখা। বিভিন্ন বিষয় নিয়ে গল্পের এক ফাঁকে একজন আরেকজনকে বর্তমানে চাকরি কার কেমন চলছে জিজ্ঞেস করতেই -
প্রথম বন্ধু : আজই চাকরিতে ইস্তফা দিয়ে এলাম।
দ্বিতীয় বন্ধু : কেন? এ কী বলিস তুই? কী হয়েছিল মালিকের সঙ্গে?
প্রথম বন্ধু : আর বলিস না, কোম্পানির এমডি ডেকে নিয়ে যা বললেন, তাতে আর ওই অফিসে কাজ করা যায় না।
দ্বিতীয় বন্ধু : অত সেন্টিমেন্টাল হোস কেন রে? চাকরি করতে গেলে বসদের একটু-আধটু কথা শুনতেই হয়। বল তো এমডি তোকে কী বলেছেন?
প্রথম বন্ধু : একটি পত্র হাতে ধরিয়ে দিয়ে বললেন, এ মুহূর্তে তোমাকে বরখাস্ত করলাম।
????
এক ভদ্রলোক পান্তা আর ভর্তা আর ইলিশ খাচ্ছে নববর্ষ উপলক্ষে, পাশে এক ভিক্ষুক এসে বলেঃ ভাই এই দিনে আপনারা পান্তা খান কেন? লোকটি বলেঃ এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য, ভিক্ষুকটি কিছু না বুঝে বলেঃ ঐতিহ্য আবার কী?, লোকটি হাসি মুখে বলেঃ আমার পুর্বপুরুষেরা পান্তা খেতো.....ভিক্ষুক বলেঃ আপনার পুর্ব পুরুষেরা কি আমার মত ভিক্ষুক ছিলো নাকি?....