টপিকঃ শুরুর কথা

শুরুর কথা
গিনি
যখন মানব প্রাণী গাছে ঝুলিত। কখন আকাশে উড়িবার শক্তিতে বলিয়ান ছিল, তখন কার ভাষাটি একটু ধারনা করা যায়, যাহা অবশ্যই ছিলঃ
আ আ আ, ও ও ও,
এবং আরও ছন্দ ময় ধবনি। এই সুর করা ধ্বনি গুলি যখন অর্থবহ হইয়া উঠিল তখন হইতে কবিতার শুরু।
আর কবির বিচরণ কোথায়?
অজুত ক্রোশ দূরের ঝল ঝলা তারার ওপারে, সাগরের তলের পলির নীচে।
দিনের আলোর মাঝে, বর্ষার মেঘের ডাকে, হাওয়ার দোলনে, মনের গভীরে আরাল করা মনে।
আর ভাষা,
সকল ছন্দ, তাল, সুর মিশানো মদিরা ভরা সরায়,
আর সৌন্দর্য,
বাঁশরি, মন্দিরায়, ঢোলকে, ঘুঙ্ঘুরে, সারদ, সারেঙ্গি , নৃত্রের মূর্ছনায়।
আর ধারনা,
উন্মুক্ত, সবলিল, সহজ, পরিপূর্ণ অর্থে।
এই সকল স্তম্বে লেখা হোলো পঙক্তি, বর্ণিত হল বহু মন ভাব, অঙ্কন হল দর্শনের বিচিত্র পথ।
(এই লেখাটি ইচ্ছা রাখি আমার প্রথম টুকিটাকির পুস্তকে উপস্থাপনের, নাম হবে, " স্বপ্ন তারা -এক"।)