টপিকঃ বাচার যত ন্যাটা

বাচার যত ন্যাটা
গিনি

"হরিপদ, হুঁকা টা একটু দেও দেখিনি। নিদ্রার পুরবে বোধ করি দুটো টান দেই।"
হরিপদ হুঁকাটা বাড়ায়ে দেয়। শম্ভুনাথ তৃপ্তির টান দেয়, তারপর কি যেন গেয়ে উঠেঃ

লাঙ্গল চষে উপড়ে দিনু
জমি জমার ল্যাঠা,
বিজ ছড়ায়ে ফসল পেনু
ক্ষুদা নিবারন জ্যাঠা।
দেহের কষ্ট, পলির কষ্ট,
সকল মিলে ব্যাটা,
জীবন তবেই ভরে
বাঁচার মত ন্যাটা।

হরিপদ বলে," দাদা, এম্ন অদ্ভুত ত আগে গাও নাই!"
শম্ভুনাথ, " কর্মই শ্বাসের বায়ু চালু রাখে।কষ্ট যদি না থাকিত জীবনের মরণ জীবিতের হইত।"